
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। দিনব্যাপী আয়োজনে অংশ নেবেন বিভাগের প্রাক্তন ও বর্তমান সহস্রাধিক শিক্ষার্থী। আয়োজনের মধ্যে থাকছে এলামনাই র্যালি, স্মৃতিচারণ, গেট টুগেদার, নিবন্ধিত প্রাক্তনদের জন্য বিশেষ উপহার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ব্যতিক্রমী কুরআন সন্ধ্যা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে বিভাগের সভাপতি কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের শিক্ষকবৃন্দ।
সংবাদ সম্মেলনে বিভাগের শিক্ষকরা জানান, স্বাধীনতাত্তোর প্রথম প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই বিভাগের ভূমিকা বরাবরই অগ্রগণ্য। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম চারটি বিভাগের মধ্যে এটি প্রথম স্থানে ছিল। বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও নানা প্রতিকূলতার কারণে এতদিন পুনর্মিলনী আয়োজন করা সম্ভব হয়নি। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পর এবারই প্রথম ৩৩ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় আনন্দ র্যালির মাধ্যমে মূল কার্যক্রম শুরু হবে। এর আগে শুক্রবার বিকেলে গেট টুগেদার অনুষ্ঠিত হবে। এরপর স্মৃতিচারণ, লাহান সন্ধ্যা, বিশেষ উপহার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
আরও পড়ুনঃ ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। এলামনাই হিসেবে উপস্থিত থাকবেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন, অধ্যাপক ড. লোকমান হোসেন, অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন ও অধ্যাপক ড. জালাল উদ্দিন।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, “আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ক্যাম্পাসে প্রাক্তনদের এ মিলনমেলা স্মৃতিচারণ ও পুনর্মিলনের এক অসাধারণ মুহূর্ত হয়ে উঠবে বলে আশা করছি। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।”