spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসহকারী জজ নিয়োগে রাবিকে পেছনে ফেলে সারাদেশে প্রথম হলেন ববির সাদিয়া

সহকারী জজ নিয়োগে রাবিকে পেছনে ফেলে সারাদেশে প্রথম হলেন ববির সাদিয়া

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারাদেশে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দখলে থাকা শীর্ষ স্থান এবার দখল করলেন ববির শিক্ষার্থী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।

এবারের নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে ১০২ জনকে মনোনীত করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মোট তিন শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে আইন বিভাগের ২০১৫-১৬ বর্ষের সুব্রত পোদ্দার ৪৭তম ও ২০১৭-১৮ বর্ষের নূর-ই-নিশাত ৫২তম স্থান অর্জন করেছেন।

সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জনের অনুভূতি প্রকাশ করে হালিমাতুস সাদিয়া বলেন, “এই অর্জন শুধু আমার নয়, মা-বাবা, শিক্ষক, আত্মীয়স্বজন ও বন্ধুদের সহযোগিতার ফল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া চাই।”

এদিকে, ৫২তম স্থান অর্জনকারী নূর-ই-নিশাত বলেন, “আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমার সফলতার পেছনে পরিবারের পাশাপাশি শিক্ষকদের অবদান অসীম। ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই এবং দেশের মানুষের সেবা করতে চাই।”

আরও পড়ুনঃ আমরা জনগণের ওপর করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না: মেয়র ডা. শাহাদাত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, “সহকারী জজ নিয়োগ পরীক্ষায় আমাদের শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। এটি প্রমাণ করে যে, নানান সংকট সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।”

উল্লেখ্য, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৩তম থেকে ১৫তম বিজেএস পরীক্ষায় টানা শীর্ষ স্থান অর্জন করেছিলেন। ১৩তম বিজেএস পরীক্ষায় শিউলী নাহার, ১৪তম পরীক্ষায় সুমাইয়া নাসরিন এবং ১৫তম পরীক্ষায় আশিক উজ জামান প্রথম হয়েছিলেন। এবার সেই ধারাকে ভেঙে নতুন ইতিহাস গড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হালিমাতুস সাদিয়া।