spot_img

― Advertisement ―

spot_img

আবিদের বক্তব্য নিয়ে ইবি শিবির কর্মীদের ব্যাঙ্গাত্বক ভিডিও, সমালোচনার ঝড়

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)'র ভিপি প্রার্থী আবিদুল ইসলামের উক্তি নিয়ে ব্যাঙ্গাত্বকভাবে উপস্থাপনের ভিডিও তৈরির ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে শিক্ষার্থী বহনকারী বাস উল্টে আহত ২৫, একজন গুরুতর

ইবিতে শিক্ষার্থী বহনকারী বাস উল্টে আহত ২৫, একজন গুরুতর

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি ভাড়াকৃত বাস উল্টে (সুহাইল) দুর্ঘটনার শিকার হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস সংলগ্ন বৃত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী আরিয়ান সাগরের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে সকাল ১০টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি দ্রুত গতিতে চলছিল এবং একপর্যায়ে সামনের একটি পরিবহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, চালক প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চালান এবং অনেক চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই।

বাসে দায়িত্বরত মনিরুজ্জামান জানান, পরিবহন দপ্তরের কাছে সংশ্লিষ্ট গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স সংক্রান্ত কোনো নথি নেই। তবে, বিশ্ববিদ্যালয়ের গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েসিস ট্রেডিং এজেন্সির নুরুল ইসলাম দাবি করেন, সুহাইল বাসের সব কাগজপত্র ও ড্রাইভারের লাইসেন্স বৈধ। তিনি জানান, রাস্তার দুরবস্থা এবং বিভিন্ন যানবাহনের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন।

আরও পড়ুনঃ নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। গুরুতর আহত আরিয়ান সাগরের জ্ঞান না ফেরায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অন্য আহত শিক্ষার্থীদের প্রয়োজনে উচ্চতর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।