
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে এক নার্সকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগে ছুফিয়ান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাশ ওলেলপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুম করিম জানান, সোমবার রাতে নিজ বাড়ি থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছুফিয়ান জামাদারপুকুর এলাকার একটি স্থানীয় ক্লিনিকে কর্মরত এক নার্সকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নার্স সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে রোববার সন্ধ্যায় কৌশলে তার বাড়িতে অবস্থান নেন। নার্স ক্লিনিক থেকে ফেরার পর তিনি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে জোরপূর্বক ঘরে নিয়ে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে নার্স চিৎকার শুরু করলে তিনি এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যান।
আরও পড়ুনঃ অপরাধ বৃদ্ধির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইলিয়াস কাঞ্চনের
পরবর্তীতে ভুক্তভোগী নার্স থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছুফিয়ানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন, পর্নোগ্রাফি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ইন্সপেক্টর মাসুম করিম।