spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবার পরীক্ষার ফি ৩০০টাকা করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

বার পরীক্ষার ফি ৩০০টাকা করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়েছেন।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘বৈষম্যমূলক এবং অনায্য ফি বাতিল করতে হবে’, ‘শিক্ষানবিশ আইনজীবীদের অধিকার নিশ্চিত করুন’, ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, বার কাউন্সিলের দায়িত্ব আইনজীবীদের অধিকার নিশ্চিত করা। কিন্তু এটি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে ৪০২০ টাকা ফি নির্ধারণ করে ব্যবসাবান্ধব সিদ্ধান্ত নিয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে এত টাকা দেওয়া কঠিন হয়ে পড়ে, কারণ পরীক্ষার ফি ছাড়াও যাতায়াত ও অন্যান্য খরচ যুক্ত হয়ে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, “প্রথমে রেজিস্ট্রেশনের জন্য ১০৮০ টাকা দিতে হয়, এরপর পরীক্ষায় বসার জন্য ৪০২০ টাকা দিতে হয়। অথচ অন্যান্য চাকরির পরীক্ষায় মাত্র ২০০ টাকা ফি নেওয়া হয়। বার কাউন্সিলের পরীক্ষার ফি অন্য চাকরির পরীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, নতুবা আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত এই ফি পুনর্নির্ধারণের দাবি জানান এবং বার কাউন্সিলের ন্যায়সংগত ও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।