spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি প্রিন্স মাদকসহ গ্রেফতার

সখীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি প্রিন্স মাদকসহ গ্রেফতার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পর্নোগ্রাফি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রেজোয়ানুল ইসলাম প্রিন্স (৩০) কে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের উপজেলা ডাকবাংলোর সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত প্রিন্স সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে। তার কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিভাস।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে প্রিন্সকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে আগেই পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র গণশুনানি অনুষ্ঠিত

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় এসআই লিভাস বাদী হয়ে নতুন একটি মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে প্রিন্সকে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।