spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় ও ইফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় ও ইফতার

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৪ মার্চ) বরিশাল সদরের একটি হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ববি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, ববিচাস, বিএনসিসি, চারুকলা সংসদ, আইটি সোসাইটি, ইংরেজি ক্লাব, ক্রিকেট ক্লাব, রোভার স্কাউট, সোচ্চারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বলেন, “রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের লেখার স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। আমরা হযরত উমর (রা.)-এর শাসনকালের মতো ন্যায়ভিত্তিক বাংলাদেশ দেখতে চাই।” তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবে আমরা সবাই একসঙ্গে ছিলাম, তাই সেসময়ের সমস্যাকে সরিয়ে ফেলতে পেরেছি। ভবিষ্যতে যেন সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”

এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের সভাপতি হারুন আর রশিদ বলেন, “ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন, তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। ইসলাম পালন করা মানেই কোনো নির্দিষ্ট সংগঠনের সদস্য হওয়া নয়, বরং এটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। তাই সমাজে ধর্মীয় অনুশীলনকারীদের ভিন্ন চোখে না দেখে সবার জন্য সমান সুযোগ তৈরি করা উচিত।”

আরও পড়ুনঃ নরসিংদীর রায়পুরায় মনোহারি দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থসহ মালামাল লুট

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রশিবিরের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসনামলে মতপ্রকাশের সুযোগ সীমিত ছিল, তবে বর্তমানে বাকস্বাধীনতা ফিরে এসেছে। এটি যেন ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকে, সেই দিকেই সবার দৃষ্টি দেওয়া উচিত।”

সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।