spot_img

― Advertisement ―

spot_img

“পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাই না” — চরমোনাই পীর

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “চাঁদাবাজ, লুটেরা ও দালালদের সংসদে দেখতে...
প্রচ্ছদসারা বাংলারায়পুরায় টাকার বিনিময়ে এনআইডির তথ্য পাচার, আটক ২ কর্মচারী

রায়পুরায় টাকার বিনিময়ে এনআইডির তথ্য পাচার, আটক ২ কর্মচারী

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় তাদের আটক করা হয়। এর আগে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের চার সদস্যের একটি তদন্ত কমিটি দিনভর অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে তথ্য পাচারের প্রমাণ পায়।

আটক দুইজন হলেন, উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম। নাহিদুল নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ রাসেল জানান, নাহিদুল ও আশিকুল দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য পাচার করছিলেন। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

আরও পড়ুনঃ ইবিতে অভ্যুত্থান বিরোধীদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ

বুধবার সকাল থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক (আইটি) উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনলিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এবং সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের নেতৃত্বে নির্বাচন কার্যালয়ে অভিযান চালানো হয়।

উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর জানান, অভিযুক্তদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং পরবর্তীতে স্বীকারোক্তি নেওয়া হয়। তদন্তে উঠে আসে, গত ছয় মাসে আশিকুলের বিকাশ অ্যাকাউন্টে ১২ লাখ টাকা এবং নাহিদুলের অ্যাকাউন্টে দুই লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তদন্ত শেষে দুই কর্মচারীকে আটক করা হয় এবং তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।