spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহীতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের ইফতার ও মিলনমেলা

রাজশাহীতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের ইফতার ও মিলনমেলা

রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ‘প্রাণদ’-এর উদ্যোগে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ইফতার ও মিলনমেলা। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় নগরীর পদ্মাপাড়ের সীমান্তে অবকাশ রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক সাবেক ঢাবি শিক্ষার্থী অংশ নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, রাজশাহীর বিভিন্ন কলেজে কর্মরত শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ করতে গিয়ে ঢাবির ক্যাম্পাস জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন। কলাভবন, বিজ্ঞান ভবন, আইবিএ ভবন, ডাকসু ক্যাফেটেরিয়া, টিএসসি কিংবা বাংলা একাডেমি প্রাঙ্গণের দিনগুলো মনে করে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। পাশাপাশি, এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ রাবির অধ্যাপক মুসতাক আহমেদকে পাঁচ বছরের জন্য অব্যাহতি

ইফতারের পর ‘প্রাণদ’-এর নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাচাঁদ শীলের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী দলের প্রাথমিক কাঠামো নির্ধারণ করা হয়। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভবিষ্যতে রাজশাহীতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের বৃহৎ সম্মেলনের আয়োজন করার পরিকল্পনাও নেওয়া হয়।

উল্লেখ্য, রাজশাহী বিভাগে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রায় এক দশক আগে গড়ে ওঠা ‘প্রাণদ’ সংগঠনটি বিভিন্ন সময়ে মিলনমেলা ও সামাজিক কার্যক্রমের আয়োজন করে আসছে।