spot_img

― Advertisement ―

spot_img

ভালুকায় আগুনে পুড়ে প্রাণ গেলো জ্বালানি তেল ব্যবসায়ীর

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় খোলা জ্বালানি তেলের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছেন আমির হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী।রবিবার...
প্রচ্ছদখেলাধুলাফুটবলবার্নাব্যুতে প্রত্যাবর্তনের গল্প : কোপা দেল-রে এর ফাইনালে রিয়াল মাদ্রিদ

বার্নাব্যুতে প্রত্যাবর্তনের গল্প : কোপা দেল-রে এর ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্কঃ সান্তিয়াগো বার্নাব্যুতে চরম উত্তেজনার এক ম্যাচের মধ্য দিয়ে কোপা দেল রে-এর ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা, যদিও ম্যাচের পুরোটা সময় ধরে ছিল নাটকীয়তা, গোলের লড়াই আর প্রত্যাবর্তনের গল্প।

প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শুরু থেকেই রিয়ালের রক্ষণভাগ ছিল নড়বড়ে। নিয়মিত ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারকে বিশ্রাম দেওয়া হয় এবং তার জায়গায় ইনজুরি থেকে ফেরা ডেভিড আলাবা শুরুর একাদশে সুযোগ পান। কিন্তু ম্যাচে নিজের পুরনো ছন্দ ফিরে পাননি তিনি। আত্মঘাতী গোলসহ একাধিক ভুল করে দলকে বিপদে ফেলেন আলাবা।

আরেকটি দুর্বল জায়গা ছিল গোলরক্ষক আন্দ্রেয় লুনিন, যিনি আগের মৌসুমের তুলনায় এই মৌসুমে সেই একই দৃঢ়তা দেখাতে পারছেন না।

১৬তম মিনিটেই রিয়াল সোসিয়েদাদ এগিয়ে যায়, ফরোয়ার্ড আন্দের বাররেনেচেয়া গোল করে দলকে লিড এনে দেন। দুই লেগ মিলিয়ে তখন সমতা (১-১)। তবে ৩০তম মিনিটে রিয়ালের তরুণ স্ট্রাইকার এন্ড্রিক গোল করে দলকে আবার এগিয়ে দেন। কোপা দেল রে-এর মঞ্চে এই ব্রাজিলিয়ান নিয়মিতই গোল করে নিজেকে প্রমাণ করছেন, যদিও লা লিগায় তিনি তেমন সুযোগ পাচ্ছেন না।

রিয়াল মাদ্রিদের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডেভিড আলাবার আত্মঘাতী গোলে সমতায় ফিরে আসে রিয়াল সোসিয়েদাদ। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সোসিয়েদাদ এবং তাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

তবে রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচ এখানেই শেষ হয়নি। দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা জুড বেলিংহাম গোল করে দলকে সমতায় ফেরান। এরপর অতিরিক্ত যোগ করা সময়ে চুয়েমেনি ও অ্যান্টোনিও রুডিগার গোল করে রিয়াল মাদ্রিদকে জয়ের পথে এগিয়ে নেন।

দুই লেগ মিলিয়ে জয়ের হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। এখন তাদের সামনে অপেক্ষা কোপা দেল রে-এর ফাইনাল, যেখানে প্রতিপক্ষ নির্ধারিত হবে এফসি বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের ফলাফলের ওপর।

আরও পড়ুনঃ সামিত সোম কি হাঁটতে চলেছেন হামজা চৌধুরীর পথে?

ফাইনালে যদি বার্সেলোনা আসে, তবে রিয়ালের সামনে থাকবে এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয় নিশ্চিত করার সুযোগ। এবারের লা লিগায় দুটি ক্লাসিকোতেই বার্সেলোনার কাছে হার মেনেছে রিয়াল। তাই ফাইনালে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা থাকবে তুঙ্গে।

অন্যদিকে, অ্যাতলেটিকো মাদ্রিদ ফাইনালে উঠলে সেটাও কম উত্তেজনাপূর্ণ হবে না। কারণ, উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে নকআউট হওয়া অ্যাতলেটিকোর জন্য এটি হবে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ।

কোপা দেল রে-এর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল ২০২৫, বাংলাদেশ সময় রাত ১২:০০টায়। স্পেনের সেভিয়ার এস্তাদিও লা কার্তুজা স্টেডিয়ামে হবে এই বহুল প্রতীক্ষিত শিরোপা লড়াই।

এখন শুধু অপেক্ষা, বার্নাব্যুর এই প্রত্যাবর্তনের গল্প ফাইনালে রিয়াল মাদ্রিদ কতটা স্মরণীয় করে রাখতে পারে!

এডি/ মুহাম্মদ কাইউম