spot_img

― Advertisement ―

spot_img

গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ গাজীপুরে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ী শহরে শিক্ষার্থীদের প্রতিবাদ: ফিলিস্তিনের প্রতি একাত্মতা ঘোষণা

নালিতাবাড়ী শহরে শিক্ষার্থীদের প্রতিবাদ: ফিলিস্তিনের প্রতি একাত্মতা ঘোষণা

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শেরপুরের নালিতাবাড়ী হাজী নীল মাহমুদ কিন্ডারগার্টেন এন্ড স্কুলের শিক্ষার্থীরা মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের প্রতি একাত্মতা ঘোষণা করেন।

বিক্ষোভকারীরা ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দখলদারিত্ব, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগানে অংশ নেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয়—‘ইসরায়েলি আক্রমণ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’, ‘মানবাধিকার রক্ষা করো’। শিশুরা ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রতিবাদের বার্তা পৌঁছে দেয়।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, “ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নির্যাতন বন্ধ করা উচিত। এটি মানবতার জন্য এক কলঙ্ক।” তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জানান, এই নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

আরও পড়ুনঃ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ও মানববন্ধন

শুধু শিক্ষার্থীরাই নয়, স্থানীয় জনগণও এই প্রতিবাদ কর্মসূচিকে স্বাগত জানান এবং অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সমর্থন প্রকাশ করেন। শহরের মানুষের অংশগ্রহণে কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হয়।

এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নালিতাবাড়ীর কোমলমতি শিক্ষার্থীরা বিশ্ববাসীর কাছে একটি শক্তিশালী বার্তা দিয়েছে—তারা নির্যাতিত মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। মানবাধিকারের পক্ষে তাদের এই অবস্থান এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।