spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঢাকার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ভাঙ্গার নির্দেশ

ঢাকার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ভাঙ্গার নির্দেশ

জনি শিকদারঃ নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২টি অতি ঝুঁকিপূর্ণ ভবন খালি করে ভাঙ্গার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখানে বলা হয়, রাজউকের তালিকায় থাকা বিভিন্ন স্কুল-কলেজের ঝুঁকিপূর্ণ ভবনগুলো মজবুত করতে হবে। আর অধিক ঝুঁকিপূর্ণ ৪২টি ভবন সাত দিনের মধ্যে খালি করে সিলগালা করে দিতে হবে অথবা ভেঙে ফেলতে হবে।

মাউশি সূত্র জানায়, আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ঢাকা মহানগর উন্নয়ন প্রকল্প- ডিএমডিপি এলাকার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থার মালিকানাধীন ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবনগুলো ভেঙে ফেলার সুপারিশ করে। এ তালিকার মধ্যে মাউশির আওতাধীন ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে।

আরও পড়ুনঃ বাঁচার আকুতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত জবি কর্মচারী আবু সাঈদের

এরমধ্যে উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠাগুলো হলো দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও মডেল উচ্চবিদ্যালয়, আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, বাড্ডার আলাতুন্নেছা উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ।