spot_img

― Advertisement ―

spot_img

দখলবাজিতে জীবন গেল যুবদল নেতার

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে সরকারি পুকুর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন যুবদল নেতা রাহুল সরকার (৩৫)।...
প্রচ্ছদসারা বাংলাগোয়েন্দা পুলিশের অভিযানে কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল ও ছেলে সুরুজ...

গোয়েন্দা পুলিশের অভিযানে কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল ও ছেলে সুরুজ গ্রেফতার

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর আদাবর থানা এলাকা থেকে কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬০) এবং তার ছেলে কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজ (৪০)–কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হেলাল উদ্দিন কবিরাজের বিরুদ্ধে ৫টি এবং তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা মামলাও অন্তর্ভুক্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন।

বগুড়া ডিবি পুলিশের একটি টিম দীর্ঘ নজরদারি শেষে শুক্রবার রাতে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে পিতা-পুত্রকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ ময়মনসিংহে নববর্ষ উদযাপনে সাদামাটা প্রস্তুতি, শোভাযাত্রায় থাকবে শান্তির বার্তা

তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে এবং বগুড়া জেলায় এনে মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, যেই হোক না কেন, অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।