
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে চলমান এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার নিয়ম ভাঙার অভিযোগে সাতজন পরিদর্শক বহিষ্কার করেছে প্রশাসন। পাশাপাশি দায়িত্বে গাফিলতির কারণে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র-২ এর কেন্দ্র সচিবকেও সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত গণিত পরীক্ষার সময় সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময় কেন্দ্রে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ এবং আনিছ মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এছাড়া দায়িত্ব পালনে অবহেলার কারণে আরও পাঁচজন সহকারী শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন—বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের মো. আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের নুপুর মল্লিক এবং রাশিদা বেগম।
আরও পড়ুনঃ ভালুকায় আগুনে পুড়ে প্রাণ গেলো জ্বালানি তেল ব্যবসায়ীর
এছাড়া কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামানকে দায়িত্ব থেকে সরিয়ে তার স্থানে নতুন করে মনোয়ারা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইউএনও আবু বকর সরকার জানান, কেন্দ্র সচিবের প্রতিবেদনের ভিত্তিতে প্রমাণ পাওয়ার পরপরই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা চলমান এসএসসি পরীক্ষার কার্যক্রমে আর অংশ নিতে পারবেন না। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।