
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার স্বামী, যিনি একাধিক মামলার আসামি, পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজার স্বর্ণকার পট্টি এলাকায় ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ কেজি গাঁজাসহ মো. রবিউল ইসলামের স্ত্রী মোসা. রিমা (২৭) কে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় রবিউল ইসলাম পালিয়ে যায়।
অন্যদিকে, পৃথক আরেক অভিযানে সদর উপজেলার ঝিলিম বাজার দরগাপাড়া এলাকা থেকে মৃত আনু মিয়ার ছেলে মো. রুবেল হোসেন (২৬) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আরও পড়ুনঃ চরবাসীর ঘাট বাতিলের দাবিতে রাজশাহীতে বিশাল মানববন্ধন
আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার এবং উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।