spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বটগাছ উপড়ে পড়ে, ১০ দোকান লণ্ডভণ্ড

ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বটগাছ উপড়ে পড়ে, ১০ দোকান লণ্ডভণ্ড

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বড়ভিটা বাজারে বিশালাকৃতির একটি বটগাছ উপড়ে পড়ে অন্তত ১০টি দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড়ভিটা বাজারের কেন্দ্রস্থলে প্রায় ৬০ বছর পুরনো একটি বিশালাকৃতির বটগাছ ছিল। কালবৈশাখী ঝড়ের প্রবল আঘাতে গাছটি উপড়ে পড়লে বাজারের চায়ের দোকান, ঔষধের দোকান ও আটটি মুদি দোকান চুরমার হয়ে যায়। ভাগ্যক্রমে দোকানঘরে থাকা লোকজন প্রাণে রক্ষা পেলেও দোকানের মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ী এরশাদুল হক বলেন, “আমার দোকানের কোনো মালামালই অক্ষত নেই। কিভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবো, কিছুই বুঝতে পারছি না।” চায়ের দোকানদার ইব্রাহিম খলিল জানান, “আমার চায়ের দোকান ভেঙে চুরমার হয়ে গেছে। দোকানের আয়ে সংসার চলতো, এখন কীভাবে চলবে জানি না।”

মুদি দোকানি এমদাদুল বলেন, “গাছের চাপায় দোকানঘর ভেঙে গেছে। দোকানের ভেতরে থাকা চাল-ডাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আমার মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে গেছে।”

আরও পড়ুনঃ বীরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জসিম গ্রেফতার

বড়ভিটা বাজারের ইজারাদার মকছেদুল হক জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগ মালামাল নষ্ট হয়েছে। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক খয়বর আলী মিয়া বলেন, “বেশিরভাগ ব্যবসায়ী ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। এখন সব শেষ। সরকারি ও এনজিও সহযোগিতা ছাড়া তারা আর ঘুরে দাঁড়াতে পারবেন না।”

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহনুমা তারান্নুম বলেন, “বটগাছ অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা প্রদানেও ব্যবস্থা নেওয়া হবে।”