spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনায় বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় তালের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে অস্থায়ী ঘরে আশ্রিত অসহায় দম্পতির পাশে ‘ইনসাফ’

নালিতাবাড়ীতে অস্থায়ী ঘরে আশ্রিত অসহায় দম্পতির পাশে ‘ইনসাফ’

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিনগর বাইপাস এলাকার ব্যস্ত মহাসড়কের পাশেই বেড়া ও প্লাস্টিকের তৈরি একটি অস্থায়ী ঘরে মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় দম্পতি। এই অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছে নালিতাবাড়ীর সামাজিক সংগঠন ‘ইনসাফ মানব কল্যাণ সংস্থা’।

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী জানান, ইনসাফের পক্ষ থেকে দম্পতির জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে জমির অভাব।

তিনি বলেন, “ঘর নির্মাণের সামর্থ্য আমাদের আছে, কিন্তু সরকারি কোনো খাস জমি বরাদ্দ না থাকায় আমরা ঘর নির্মাণে এগোতে পারছি না। যদি সরকার একটি ছোট পরিমাণ খাস জমি প্রদান করে, তাহলে আমরা সঙ্গে সঙ্গেই ঘর নির্মাণ করে দেব।”

আরও পড়ুনঃ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের দায়িত্ব হস্তান্তর

অন্যদিকে, ভুক্তভোগী দম্পতি সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন—তাদের একটি খণ্ড খাস জমি বরাদ্দ দেওয়া হোক এবং নিরাপদভাবে বসবাসের ব্যবস্থা করে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়া হোক।

সংগঠনটি মনে করে, সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি, যাতে এই ধরনের মানবিক সংকটে কেউ আর দুঃসহ অবস্থার শিকার না হয়।