spot_img

― Advertisement ―

spot_img

ইবি সিআরসি’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ফল উৎসব

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং আনন্দে ভরিয়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)”...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে দাওয়াহ বিভাগে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও র‌্যালি আয়োজন

ইবিতে দাওয়াহ বিভাগে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও র‌্যালি আয়োজন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী র‌্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।

বিদায়ী শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে র‌্যালির পর বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং এক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রহিম উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, অধ্যাপক ড. মাসউদ আল মাহদী, অধ্যাপক ড. গোলাম মাওলা এবং অধ্যাপক ড. কামরুজ্জামান।

বিদায়ী শিক্ষার্থী নুর জাহান বলেন, “বিদায় আমাদের জন্য কষ্টের, তবুও আমরা গর্বিত যে কোনো অশ্লীলতা ছাড়াই র‌্যালির মাধ্যমে আমাদের বিদায় অনুষ্ঠান শুরু করতে পেরেছি। ২০১৯ সালে নবীনবরণের মাধ্যমে আমাদের এই পথচলা শুরু হয়েছিল, আজ তা আনুষ্ঠানিকভাবে শেষ হলো।”

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থভাবে শিক্ষাজীবনের সমাপ্তি ঘটাতে পারলাম। সবাই সবার জন্য দোয়া করবো।”

আরও পড়ুনঃ আরসিবিসি’র উদ্যোগে রাজশাহী কলেজে প্রাইম ব্যাংকের যুব ক্ষমতায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “দাওয়াহর মূল লক্ষ্য হলো জাতিকে নেতৃত্ব দেওয়া। রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করে সৎ কাজে উৎসাহ এবং অসৎ কাজ থেকে বিরত রাখাই দাওয়াহর দায়িত্ব। তোমরা উদ্যোগ নাও, সফলতা তোমার পেছনে দৌড়াবে।”

তিনি আরও বলেন, “দাওয়াহ বিভাগের প্রতিটি কোর্সেই সেমিনার গ্রহণের সুযোগ রয়েছে। মাসিক রিসার্চ পেপার, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে বিভাগের একাডেমিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। আমি বিভাগের অ্যালামনাইদের অনুরোধ করব, যেন একটি কম্পিউটার ল্যাব স্থাপন করে দেন।”

এ সময় তিনি জানান, আগামী ৫ তারিখে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ হবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধিতে আলোচনা হবে। “ছাত্রদের কল্যাণই আমাদের মূল লক্ষ্য,”—বলেন উপাচার্য।