
মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইসমাইল হোসেন (৪০) নামের সাবেক ছাত্রদল নেতাকে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্বাটি গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল হোসেন কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামের পালোয়ান বাড়ির মৃত আলাউদ্দিন পালোয়ানের দ্বিতীয় ছেলে। তিনি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ছাত্রদল নেতা ছিলেন।
সকালবেলা জমিতে ধান কাটতে গেলে প্রতিবেশী চাচাতো ভাইদের সঙ্গে পূর্ব বিরোধের জেরে তর্কাতর্কির একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। অভিযোগে বলা হয়, রওশন আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও গোলজার হোসেন, নবীন হোসেনের ছেলে ফালাইন্যা ওরফে সুফল, বেলায়েত হোসেনের ছেলে সুমন মিয়াসহ আরও কয়েকজন একত্র হয়ে ইসমাইল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
মাথায় ধানের বোঝা নিয়ে ফিরছিলেন ইসমাইল, ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষরা হাতুড়ি, রড ও লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আরও পড়ুনঃ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইবিতে সাংবাদিককে হেনস্তা; ছাত্রলীগের প্রতিবাদ
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।