spot_img

― Advertisement ―

spot_img

লাল কাপড়ে মোড়া প্রতিবাদ: শোক দিবস নয়, রক্তক্ষরণের প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার: গত বছরের ২৯ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের স্মরণে সরকার যখন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে, তখন আন্দোলনকারীরা...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবেরোবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেরোবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা শুক্রবার (২ মে) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলের সাতটি কেন্দ্রে এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রসহ রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ১৫ হাজার ১৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। উপস্থিতির হার ছিল ৯৫.৮৮ শতাংশ।

পরীক্ষা চলাকালে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতজনিত ভোগান্তি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পদ্ধতির মাধ্যমে সারাদেশেই সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।” পরীক্ষার্থীদের শৃঙ্খলা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ মাদ্রাসাছাত্র সাইফুদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে অভিনেতা, শিক্ষক, সাংবাদিকসহ ২০১জনের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, জিএসটি ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, আগামী ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে।