spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা অভিমুখে সকল আন্তঃনগর ট্রেন চালু, যমুনা নদী রেলসেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর এবং স্মারকলিপি প্রদান করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সুজনের সদস্য আমিনুল ইসলাম আবিরের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এবং ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মোঃ জমশেদ আলী। সভাপতিত্ব করেন জেলা সুজনের সভাপতি আসলাম কবীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সুজনের সম্পাদক ও রেল আন্দোলনের প্রধান উদ্যোক্তা, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণ বহুদিন ধরে আন্তঃনগর ট্রেন পরিষেবা থেকে বঞ্চিত। বর্তমানে একমাত্র বনলতা এক্সপ্রেস ছাড়া কোনো আন্তঃনগর ট্রেন এ জেলার রেলস্টেশনে চলাচল করে না। অথচ ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস রাজশাহীতে থেমে থেকে যাত্রীসেবায় বৈষম্যের সৃষ্টি করছে। বক্তারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। ফলে নারী, শিশু ও রোগীদেরসহ সাধারণ মানুষকে রাজশাহী পর্যন্ত যাত্রা করে ট্রেনে উঠতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, আব্দুল ওয়াহেদ, মোখলেসুর রহমান, অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, এ্যাড. ইসাহাক আলী, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ মাহফুজ রায়হান, ডাবলু কুমার ঘোষ, বাবুল আখতার, আফসার আলী, খাইরুল ইসলাম, আব্দুর রাহিম, মাহিন খাঁন, সাব্বির আহম্মেদ, আবু হেনা বাবলু, শওকত আলী, আব্দুল মজিদ, শাহনেওয়াজ খাঁন সিনা, আব্দুর রহমান অনু, বাবর আলী রুমন, শাকিল রেজা, কামরুজ্জামানসহ আরও অনেকে।

প্রধান আলোচক মনোয়ার হোসেন জুয়েল বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলা দেশের একটি গুরুত্বপূর্ণ জনপদ হওয়া সত্ত্বেও রেল ও মহাসড়ক যোগাযোগে দীর্ঘদিন ধরে অবহেলিত। এটি শুধু বৈষম্যই নয়, চরম অমানবিকতা। আমরা দাবি করছি, দেশের রাজধানী ঢাকা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হোক।”

দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. বনলতার পাশাপাশি সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু করা।
২. যমুনা রেলসেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ডাবল রেললাইন স্থাপন।
৩. রেলস্টেশন আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়ন।
৪. রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা।
৫. কানেক্টিং বা কমিউটার ট্রেন চালু।
৬. আমনুরা বাইপাসে ট্রেনের যাত্রাবিরতি।
৭. আমনুরা রেলজংশন আধুনিকীকরণ।
৮. ঢাকা-সোনামসজিদ পর্যন্ত ৬ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মাণ।

আরও পড়ুনঃ হরিদেবপুরে চোলাই মদের কারখানায় স্থানীয়দের নেতৃত্বে পুলিশের সহায়তায় অভিযান, আটক ৬

বক্তারা জানান, এসব দাবির বাস্তবায়নে যদি আগামী ৭ দিনের মধ্যে কোনো অগ্রগতি না দেখা যায়, তবে ১৪ মে সকাল সাড়ে ৫টা থেকে জেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রেল অবরোধ কর্মসূচি পালন করা হবে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয়রা জানান, এসব দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনে নামা হবে।