
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ও রোভার সদস্য শান্ত শিশির অংশ নিয়েছেন জাতীয় ইয়ুথ ফোরাম-২০২৫ সম্মেলনে। গাজীপুরের মৌচাকে অবস্থিত বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে গত ৫ থেকে ৮ মে চারদিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সদস্য সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এছাড়াও পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা কমান্ডার আব্দুল্লাহ আল তাহমিদ, বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য মোহনাজ মুন্নি, প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন এবং জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক উনু চিং মারমা।
অভিজ্ঞতা সম্পর্কে শান্ত শিশির বলেন, “জাতীয় ইয়ুথ ফোরাম শুধু একটি সম্মেলন নয়, এটি ছিল আমাদের কাজের স্বীকৃতি ও দায়িত্ববোধের প্রকাশ। রাষ্ট্র, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা কীভাবে পালন করতে হয়, তা এখান থেকেই শিখছি।” তিনি জানান, সামনে ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে তাদের সামনে।
আরও পড়ুনঃ রাজশাহী কলেজে প্রথমবারের মতো রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
শিশির আরও বলেন, “আমি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে ইবি রোভার স্কাউটস গ্রুপের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করেছেন।”
প্রসঙ্গত, জাতীয় ইয়ুথ ফোরামে অংশগ্রহণের আগে অংশগ্রহণকারীদের জেলা, আঞ্চলিক এবং নিজ নিজ রোভার ইউনিটে সাফল্য অর্জনের ভিত্তিতে নির্বাচিত করা হয়। এই ফোরামের মাধ্যমে তরুণদের দক্ষ নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলা হয়।