spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯১ শতাংশ

ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯১ শতাংশ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৮ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর আসন বরাদ্দ ছিল। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ হাজার ৬৩ জন ভর্তিচ্ছু, যা মোট পরীক্ষার্থীর ৯১ শতাংশ।

পরীক্ষা গ্রহণে ব্যবহার করা ভবনগুলো হলো—ইবনে সিনা বিজ্ঞান ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় প্রশাসন ভবন, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন, ফলিত বিজ্ঞান ভবন এবং ল্যাবরেটরি স্কুল ভবন। ভর্তিচ্ছুদের তল্লাশি শেষে মেইন গেট দিয়ে পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়।

পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার বাহিনী, পুলিশ, র‍্যাব, ট্রাফিক পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে ছিল অতিরিক্ত পুলিশ পাহারা।

পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছুদের সহযোগিতায় ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ভ্রাম্যমাণ আদালত ছাড়াও রোভার স্কাউট ও বিএনসিসি’র সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “খুবই উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গুচ্ছ পদ্ধতির ফলে পরীক্ষার্থীরা স্বল্প ব্যয়ে পরীক্ষায় অংশ নিতে পারছে, যা ইতিবাচক দিক। আশপাশের জেলা থেকেও শিক্ষার্থীদের অংশগ্রহণ তা প্রমাণ করে।”

আরও পড়ুনঃ শ্রুতি লেখকের সহায়তায় ইবিতে ভর্তিযুদ্ধে আদনান

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের সুবিধার্থে মূল ফটকে হেল্প ডেস্ক বসানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেছে।”

এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও আশপাশের মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন। তাদের সহায়তায় সক্রিয় ভূমিকা রাখে শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, তালাবায়ে আরাবিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য ছাত্র সংগঠন।

এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।