spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

কালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি কালীগঞ্জ থানায় দায়ের হওয়া ৮(২)২৫ নম্বর মামলায় নাগরী ইউনিয়নের গাড়ালিয়া গ্রামের সোলাইমান মৃধা ও গলান গ্রামের সাইফুল ইসলাম, ১৯ ফেব্রুয়ারির ১৬(২)২৫ নম্বর মামলায় কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সী, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোসলেহ উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহ জালাল ভূঁইয়া, পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. গোলজার হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আল-আমিন ভূঁইয়া এবং পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খন্দকারকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

এছাড়া গত ২১ আগস্টের ৪(৮)২৪ নম্বর মামলায় মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে আটক করা হয়।

আটককৃতদের শনিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। তিনি বলেন, “বিভিন্ন মামলায় সংশ্লিষ্টতা থাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”