spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনসাভারে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

সাভারে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে পরিত্যক্ত গাড়ির টায়ার পুড়িয়ে তেল(জ্বালানি) উৎপাদন ব্যবহার করা হচ্ছে রাবারজাতীয় বর্জ্যও এতেই বাড়ছে কার্বন। আবাসিক এলাকা লাগোয়া কৃষিজমিতে গড়ে ওঠা এসব অবৈধ কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া, দুর্গন্ধ এবং বিষাক্ত গ্যাসে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা।

উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমির ওপর একের পর এক কারখানা গড়ে তোলা হয়েছে। সেখানে পুড়িয়ে ফেলা হচ্ছে পুরনো টায়ার ও রাবারজাতীয় বর্জ্য, যার মাধ্যমে উৎপাদিত হচ্ছে জ্বালানি তেল ও কার্বন। তবে এসব উৎপাদন প্রক্রিয়ায় নির্গত ধোঁয়া ও গ্যাসে ছড়িয়ে পড়ছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, মিথেনসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান।

স্থানীয়রা অভিযোগ করেন, এসব কারখানার ধোঁয়ার উৎকট গন্ধ এবং বাতাসে ভাসমান কার্বনের কারণে শিশু ও বয়স্কদের নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, অ্যালার্জি, চোখ ও ত্বকের সমস্যায় ভুগছেন অনেকে। একইসাথে গাছপালা আক্রান্ত হচ্ছে, কমে গেছে ফসল উৎপাদন। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি এসব কারখানায় কাজ করা শ্রমিকদের জন্যও কোনো নিরাপত্তা ব্যবস্থা বা বিশেষ পোশাকের ব্যবস্থা রাখা হয়নি।

আরও পড়ুনঃ ভালুকায় বোনাস ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে দেখা গেছে, কেউই দায়িত্ব নিতে প্রস্তুত নন। কারখানায় দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি এবং কর্মরত শ্রমিকরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনিচ্ছুক।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকার জানান, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এসব কারখানা থেকে পরিবেশের ক্ষতি হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন, যাতে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা পায়।