spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাতে উপজেলার জিতাশ্বরী গ্রাম ও সখীপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, নিষিদ্ধ ছাত্রলীগের কাকড়াজান ইউনিয়ন কমিটির সভাপতি মফিজুল ইসলাম এবং ওই ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ফজলুল হক। তাদের মধ্যে দেলোয়ার হোসেনের বাড়ি কচুয়া এলাকায়, অপর দুইজনের বাড়ি জিতাশ্বরী গ্রামে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে আমরা তাদের গ্রেফতার করেছি।”

আরও পড়ুনঃ রাজশাহী কলেজে স্ক্রলিং বোর্ডে ছাত্রলীগকে ঘিরে হুমকি বার্তা: সাত মাসেও নিশ্চুপ প্রশাসন

উল্লেখ্য, কিছুদিন আগে সখীপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৈষম্যবিরোধী ছাত্র মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্তদের গ্রেফতার করা হলো।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।