
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আবারও পিছিয়েছে; এবার আয়োজিত হবে নভেম্বরের মাঝামাঝি।
রবিবার (১৮ মে) দুপুরে এক আলোচনাসভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী ফোনে এ তথ্য নিশ্চিত করেন।
সমাবর্তনের সময়সূচি এ নিয়ে দু’দফা বদলাল। ২০২৩ সালের ২০ নভেম্বর নবীনবরণে উপাচার্য ২০২5 সালের ফেব্রুয়ারিই দ্বিতীয় সমাবর্তনের সময় বলে ঘোষণা করেছিলেন। পরে গুচ্ছ ভর্তি থেকে সরে গিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নেওয়া ও পোষ্য কোটা বাতিল সংক্রান্ত শিক্ষার্থীদের আন্দোলনের পর সমাবর্তন সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেন এবং পরিকল্পনার দায়িত্ব উপ‑উপাচার্যকে দেন।
আরও পড়ুনঃ ইবির ফিকহ্ বিভাগের নাম সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি
রবিবারের বৈঠকে সেপ্টেম্বরের প্রবল গরম এড়াতেই অনুষ্ঠান নভেম্বরে সরানো হয়েছে বলে জানান উপাচার্য: “সমাবর্তন সাধারণত দুপুরেই হয়; সেপ্টেম্বরের তাপমাত্রা বিবেচনায় নিয়ে নভেম্বরের অনুকূল আবহাওয়া বেছে নিয়েছি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই নির্দিষ্ট তারিখ, রেজিস্ট্রেশন ও গাউন বিতরণ সূচি ঘোষণা করবে। দ্বিতীয় সমাবর্তনে কুবির ২০১৯‑২০ শিক্ষাবর্ষ থেকে ২০২৩‑২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণদের অংশগ্রহণের কথা রয়েছে।