
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই দীর্ঘ ছুটির মাঝেও তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দেশের কয়েকটি শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, ৫ জুন (বৃহস্পতিবার) ভালুকা, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চালু রাখবে। যদিও ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত, যাতে লেনদেন পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা যায়।
এছাড়াও ১১ ও ১২ জুন, ঈদের পরবর্তী সরকারি ছুটির দিনগুলিতে, আমদানি-রপ্তানিমুখী শিল্প ও ওষুধ শিল্প খাতের জরুরি আর্থিক কার্যক্রম পরিচালনার স্বার্থে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় বাণিজ্যিক ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলোও সীমিত পরিসরে খোলা থাকবে। সেদিনগুলোতেও ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে পুকুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য নিয়ম অনুযায়ী ভাতা প্রদান করা হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক খোলা থাকার এই সিদ্ধান্তে শিল্পাঞ্চলে বেতন পরিশোধ ও বৈদেশিক লেনদেনে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।