spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করছে কুবি ছাত্রশিবির

ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করছে কুবি ছাত্রশিবির

কুবি প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী, কর্মচারী ও আশেপাশের গরিব মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।

সোমবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী।

তিনি জানান, ঈদের দিন এক গরু ও এক খাসি কোরবানি দিয়ে এই আয়োজন করা হবে। উদ্দেশ্য—বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত এমন শিক্ষার্থী, যাদের অনেকেই বাড়ি যেতে পারেন না, তাদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নেওয়া। একইসঙ্গে কর্মচারী ও আশেপাশের দরিদ্র মানুষেরাও এতে অংশ নিতে পারবেন।

তিনি বলেন, “অনেক শিক্ষার্থী রয়েছেন যারা ক্যাম্পাসেই অবস্থান করছেন, বিশেষ করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন কারণে বাড়ি যেতে পারছেন না। আবার এমন কর্মচারীও রয়েছেন যারা দায়িত্ব পালনে ক্যাম্পাসেই থাকবেন। পাশাপাশি আমাদের আশেপাশে বসবাসরত অনেক দরিদ্র মানুষ রয়েছেন, তাদের সঙ্গেও এই আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যারা গরুর মাংস খান না, তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা থাকবে।”

আরও পড়ুনঃ ড. জহুরুলের হাত ধরে বাংলাদেশের উচ্চ শিক্ষায় প্রথমবারের মতো এলএমএস ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ

ইউসুফ ইসলাহী আরও বলেন, “এটা আমাদের প্রথম আয়োজন নয়। পূর্বেও আমরা এই আয়োজন করেছি, তবে আগের রাজনৈতিক বাস্তবতায় প্রকাশ্যে করা সম্ভব হয়নি। এবার পরিবেশ ও পরিস্থিতির সুযোগে বড় পরিসরে আয়োজন করতে পারছি। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নির্ধারিত স্থানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে, যেখানে প্রায় কয়েকশ’ মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।