spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাসাভারে হিরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ছাত্র হত্যার আসামি আওয়ামী লীগ...

সাভারে হিরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ছাত্র হত্যার আসামি আওয়ামী লীগ নেতা আটক

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে হিরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (১৫ জুন) সকালে আমিনবাজারের বড়দেশী এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। একই দিনে ছাত্র হত্যার মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা সামসুদ্দীন মিন্টুকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বড়দেশী এলাকায় চালানো অভিযানে পাঁচ কেজি ২০০ গ্রাম হিরোইনসহ ‘মাদক সম্রাজ্ঞী’ খ্যাত রেহেনা বেগমকে আটক করা হয়। পাশাপাশি, একই এলাকায় অপর একটি অভিযানে ‘মাদক সম্রাট’ কবির হোসেনকে একশ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এছাড়া, সাভার থানার রোডের একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সামসুদ্দীন মিন্টুকে আটক করেছে পুলিশ। তিনি ছাত্র হত্যাসহ একাধিক মামলায় পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্য কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে যাচ্ছে?

বিষয়টি নিশ্চিত করে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, “সামসুদ্দীন মিন্টুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

অভিযানের এই সাফল্যে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন, পুলিশের এমন সক্রিয়তা মাদক ও অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই অভিযান অব্যাহত থাকলে সাভারকে মাদকমুক্ত করা সম্ভব হবে।