spot_img

― Advertisement ―

spot_img

রায়পুর বণিক সমিতির সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজার বণিক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল...
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহে ডিবির অভিযানে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে ডিবির অভিযানে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা অটোরিকশা ও মিশুক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ জুন ২০২৫) রাতে নগরীর রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। অভিযানে দুটি চোরাই অটোরিকশা ও একটি মিশুক উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ ডিবির ওসি মোফিদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে চুরি, ছিনতাই ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় চোরাই যানবাহনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়—তারা হলো মো. আনার মিয়া (৩৫), মো. লিটন (৩০), মো. মাসুদ (২৮) ও মো. কামরুল হাসান (৩২)।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে দ্বিতীয় দফা অভিযানে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকা থেকে আরও একটি চোরাই মিশুকসহ চক্রের আরেক সদস্য মো. শামীম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, এই চক্রটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধভাবে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও শেরপুর জেলায় নিয়মিত যানবাহন চুরি করত। পরে গ্যারেজে রেখে নম্বরপ্লেট বদলে তা বিক্রির জন্য প্রস্তুত করত। এমনকি চোরাই যানবাহনকে মূল মালিকের চোখ ফাঁকি দিয়ে অন্য জেলায় সরবরাহেরও আলামত মিলেছে।

আরও পড়ুনঃ রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এ চক্রের আরও সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে পুলিশ সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কেউ যদি সন্দেহজনকভাবে কমদামে অটোরিকশা বা মিশুক বিক্রির চেষ্টা করে, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।