spot_img

― Advertisement ―

spot_img

ইবি সিআরসি’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ফল উৎসব

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং আনন্দে ভরিয়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)”...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ বিতরণ

ইবি নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ বিতরণ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ লাইট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শনিবার (২১ জুন) বিকাল ৬টায় প্রশাসন ভবন চত্বরে এই সরঞ্জাম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে আনসার সদস্য ও নিরাপত্তা সেলের দায়িত্বপ্রাপ্তদের মাঝে প্রায় ৩৫টি ছাতা ও ২৫টি টর্চ লাইট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ প্রক্টরিয়াল বডির সদস্য ও নিরাপত্তাকর্মীরা।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় যারা দায়িত্ব পালন করছেন, তারা দিন-রাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। বর্ষাকালে ছাতা এবং রাতে চলাফেরার সময় টর্চ লাইট অত্যন্ত প্রয়োজনীয়। মৌসুমি বৃষ্টির কারণে সাপ ও অন্যান্য বিষাক্ত প্রাণীর উপদ্রব বেড়ে যায়, তাই সুরক্ষার জন্য এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসব উপকরণ কোনোভাবেই ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বরং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করতে হবে।”

আরও পড়ুনঃ ফুলপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬, আগুনে পুড়ল বাস

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আপনারা নিঃস্বার্থভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছেন—এ জন্য আমরা কৃতজ্ঞ। ছাতা ও টর্চ লাইট আপনাদের দৈনন্দিন নিরাপত্তা কার্যক্রমে সহায়ক হবে বলেই আমরা আশা করি। এই উদ্যোগ প্রক্টরিয়াল বডির চিন্তার ফসল, এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “এই সামান্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সংগঠিত করতে চাই। আপনারা আন্তরিকভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”