spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস৪৪ তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

৪৪ তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ ৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চমক দেখিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। দেশের নবীনতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলেও, এবারের বিসিএসে ববি থেকে ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ অর্জনের মাধ্যমে সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় পঞ্চম এবং দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অষ্টম স্থানে উঠে এসেছে।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— গণিত বিভাগ থেকে রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহেদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান এবং মালিহা বুশরা—এরা সবাই শিক্ষা ক্যাডারে স্থান পেয়েছেন।

অর্থনীতি বিভাগ থেকে ইব্রাহিম হোসেন (শিক্ষা ক্যাডার) এবং জান্নাতুল মাওয়া (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার) সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

রসায়ন বিভাগ থেকে অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার, এবং মার্কেটিং বিভাগ থেকে মো. সোহান ও গোলাম রব্বানী শাওন শিক্ষা ক্যাডারে স্থান পেয়েছেন।

ইংরেজি বিভাগ থেকে সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে মশিউর রহমান এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে মো. সৈকত শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

আরও পড়ুনঃ গুমের প্রমাণ মিললে সেনাসদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা

পদার্থবিজ্ঞান বিভাগ থেকে মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা ক্যাডারে (ইন্সট্রাকটর, পদার্থবিজ্ঞান) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সাইফ নিয়াজ পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, পূর্ববর্তী বিসিএসগুলোতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ছিল ধারাবাহিক। ৩৮তম বিসিএসে একজন, ৪০তমে ৩–৪ জন, ৪১তমে ৯ জন এবং ৪৩তম বিসিএসে ১৪ জন সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসে আবেদনের সুযোগ না থাকায় সেসব পর্বে ববি’র অংশগ্রহণ ছিল না।

এই সাফল্যে বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের জোয়ার বইছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন ও সহপাঠীরা এই অর্জনের জন্য সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেছেন।