spot_img

― Advertisement ―

spot_img

লাল কাপড়ে মোড়া প্রতিবাদ: শোক দিবস নয়, রক্তক্ষরণের প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার: গত বছরের ২৯ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের স্মরণে সরকার যখন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে, তখন আন্দোলনকারীরা...
প্রচ্ছদসারা বাংলারায়পুর বণিক সমিতির সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর

রায়পুর বণিক সমিতির সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজার বণিক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় রায়পুর বাজার এলাকায়।

নির্বাচনের ঘোষিত ফলাফলে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম মুরাদ (প্রতীক: চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন (প্রতীক: ছাতা)। দুইজনই অভিজ্ঞতা ও জনপ্রিয়তার বিচারে ছিলেন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান (প্রতীক: বালতী), সহ-সভাপতি হাজী মো. সফিকুল ইসলাম (প্রতীক: ক্যামেরা), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক (প্রতীক: ভ্যান গাড়ি), সাংগঠনিক সম্পাদক জিয়া উল্যাহ মামুন (প্রতীক: জগ), দপ্তর সম্পাদক জহির হোসেন (প্রতীক: ডাব), প্রচার সম্পাদক মোকতার হোসেন (প্রতীক: মাইক), ক্রীড়া সম্পাদক মো. সোহেল (প্রতীক: ক্রিকেট ব্যাট), পাঠাগার ও লাইব্রেরি সম্পাদক কামাল হোসেন রাজু (প্রতীক: কলম), কোষাধ্যক্ষ মো. জসিম (প্রতীক: পাঞ্জাবি), এবং সমাজসেবা সম্পাদক মাওলানা মামুনুর রশিদ (প্রতীক: দোয়েল)। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবুল হাসেম (প্রতীক: আপেল), তানভীর হাসান (প্রতীক: উড়োজাহাজ), মো. ওমর ফারুক (প্রতীক: টেবিল) ও খায়রুল আলম (প্রতীক: হাতি)।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নির্বাচনের প্রতিক্রিয়ায় বলেন, “এই নির্বাচন ছিল দায়িত্ব গ্রহণের সুযোগ, জয়ের আনন্দ নয়। নির্বাচিত হোক বা না হোক, আমরা সকলে মিলে রায়পুরের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে কাজ করে যাব। আমার পাশে থাকার জন্য আমি দেশ-বিদেশে থাকা সকল শুভানুধ্যায়ী, বন্ধু, আত্মীয়স্বজন ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আরও পড়ুনঃ রাজশাহী কলেজে আত্মরক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত ৮৫ ছাত্রীকে বহ্নিশিখার সনদ প্রদান

নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, “আমাকে রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং যাঁরা এই যাত্রায় আমার পাশে ছিলেন—সকল ভোটার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সকলের পরামর্শ ও সহযোগিতায় ব্যবসায়ীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, নতুন নেতৃত্ব রায়পুর বাজারে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং বণিক সমিতিকে আরও গতিশীল করবে।