
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রখ্যাত শিক্ষক ও সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থ সারথি বিশ্বাস ২৬ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন তিনি।
বিভাগের শিক্ষার্থীরা সকালেই ফুল ছিটিয়ে এবং হাতে ফুলের তোড়া নিয়ে প্রিয় শিক্ষককে বিভাগ থেকে কলেজ অডিটোরিয়াম পর্যন্ত সংবর্ধনা মিছিলের মাধ্যমে নিয়ে আসেন। এরপর কলেজ অডিটোরিয়ামে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তার কর্মজীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মানপত্র পাঠ করা হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। এছাড়া শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ প্রফেসর যহুর আলী বলেন, “অধ্যাপক পার্থ সারথি শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন শিল্পী। তার কথার মধ্যেও ছিল শিক্ষাদানের এক সূক্ষ্ম সৌন্দর্য। শিক্ষার্থীদের প্রতি তাঁর যে ভালোবাসা ও নিবেদন তা সবসময় আমাদের অনুপ্রেরণা জোগাবে।”
উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম আলী বলেন, “আজকের প্রাণবন্ত অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দেয়, অধ্যাপক পার্থ সারথি বিশ্বাস একজন সফল শিক্ষক হিসেবে কতটা প্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন।”
আরও পড়ুনঃ জুলাই শহিদদের স্মরণে ইবি ছাত্রদলের ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
আবেগঘন বিদায়ী বক্তব্যে অধ্যাপক পার্থ সারথি বলেন, “আমি আমার দায়িত্ব সততার সাথে পালন করতে চেয়েছি। আজকে আপনাদের মুখে আমার প্রতি যে ভালোবাসা ও স্বীকৃতি শুনলাম, তা আমাকে আশ্বস্ত করে যে আমি ব্যর্থ হইনি। শিক্ষার্থীদের সাথেই থাকতে চেয়েছি সবসময়, তবে বিভাগীয় দায়িত্ব পালনের কারণে তাদের জন্য যতটা সময় চেয়েছিলাম, তা হয়তো দিতে পারিনি—এই আক্ষেপ থাকবে।”
তিনি বিদায় অনুষ্ঠানের আয়োজন, ভালোবাসা এবং সম্মানের জন্য শিক্ষক সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে হাতে আঁকা স্কেচ, মানপত্র ও ফুল দিয়ে সম্মান জানান।
উল্লেখ্য, অধ্যাপক পার্থ সারথি বিশ্বাস ১৯৯৩ সালে চট্টগ্রাম কলেজে শিক্ষকতা শুরু করেন এবং ১৯৯৪ সালে রাজশাহী কলেজে যোগদান করেন। মাঝখানের পাঁচ বছরের শিক্ষা ছুটি বাদ দিলে তিনি রাজশাহী কলেজে একটানা ২৬ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেন, যা কলেজটির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।