
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসকে স্থায়ীভাবে সংরক্ষণ ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে ক্যাম্পাসে ‘জুলাই স্মৃতি মিনার’ স্থাপনের প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে সংগঠনটি নিজেদের অর্থায়নে একটি নকশাও তৈরি করে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উপস্থাপন করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মাসুম বিল্লাহ। এর আগে ৩০ এপ্রিল কুবি রেজিস্ট্রার বরাবর স্মৃতি মিনার স্থাপনের জন্য লিখিত আবেদন জমা দেয় সংগঠনটি। সর্বশেষ ৯ জুলাই তারা প্রস্তুতকৃত নকশাটি প্রশাসনের সামনে উপস্থাপন করে।
এ বিষয়ে পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় ও দৃশ্যমান করে রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি স্থায়ী ‘জুলাই স্মৃতি মিনার’ স্থাপন করা প্রয়োজন, যেখানে শহীদ আব্দুল কাইয়ুমসহ জুলাইয়ের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। এটি কেবল ইতিহাস সংরক্ষণের মাধ্যমই হবে না, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদবিরোধী, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের চেতনায় উদ্বুদ্ধ রাখবে বলেই আমাদের বিশ্বাস।”
আরও পড়ুনঃ নালিতাবাড়ীর তারাগঞ্জে চার ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “পাটাতনের নকশাটি আমরা দেখেছি। আগামীকাল উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) মহোদয় ক্যাম্পাসে আসবেন। তার উপস্থিতিতে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরপর নকশার বিষয়টি কর্তৃপক্ষ পর্যবেক্ষণ ও বিবেচনায় নেবে।”
উল্লেখ্য, জুলাই আন্দোলন স্মরণে দেশের বিভিন্ন ক্যাম্পাসে নানা কর্মসূচি পালিত হলেও স্থায়ী কোনো প্রতীকী স্থাপনা বিরল। পাটাতনের এই উদ্যোগ তাই ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।