spot_img

― Advertisement ―

spot_img

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত...
প্রচ্ছদসারা বাংলাআনোয়ারায় ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আনোয়ারায় ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার রায়পুর এলাকা থেকে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) আনুমানিক সকাল ১১টার দিকে র‍্যাবের একটি দল আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া এলাকার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায় তাকে আটক করেন।

র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আনোয়ারা থানাধীন রায়পুর এলাকার একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে এবং তা বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন এক নারী।

এই তথ্যের ভিত্তিতে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা সেখান থেকে মনোয়ারা বেগম (৪৩)-কে আটক করেন। তিনি আনোয়ার মাঝির স্ত্রী এবং দক্ষিণ পরুয়াপাড়ার স্থায়ী বাসিন্দা।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মনোয়ারা বেগমের দেখানো মতে বাড়ির বারান্দায় খাটের নিচ থেকে একটি নীল ও কালো রঙের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভিতরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইটসদৃশ ১০টি প্যাকেট থেকে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ ইবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু, ১০ কার্যদিবসে তদন্তের আশ্বাস প্রশাসনের 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মনোয়ারা বেগম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিলেন। এই চক্রটি মূলত মাদক সরবরাহকারী একটি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

আটক মনোয়ারা বেগম ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।