spot_img

― Advertisement ―

spot_img

আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চেয়ে ব্যাখা দিলেন পোস্টকারীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইবিতে গায়েবানা জানাজা ও শোক কর্মসূচি

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইবিতে গায়েবানা জানাজা ও শোক কর্মসূচি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই জানাজা সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান। এতে অংশ নেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশরাফী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি নাছির উদ্দিন মিঝি, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

জানাজায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “গতকাল মাইলস্টোন স্কুলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় পুরো জাতি শোকে মুহ্যমান। এ অবস্থায় মতাদর্শ বা দোষারোপ নয়, নিহতদের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় আমাদের সম্মিলিতভাবে প্রার্থনায় অংশগ্রহণ করাটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।”

তারা আরও বলেন, “আমরা যেন বিভাজন তৈরি করা বা বিদ্বেষমূলক কোনো মন্তব্য থেকে বিরত থাকি। এই শোকঘন মুহূর্তে আমাদের সম্মিলিতভাবে জাতির পাশে দাঁড়ানো উচিত।”

আরও পড়ুনঃ সাজিদের মৃত্যুর রহস্য, ৩ দাবিতে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

এদিকে জাতীয় শোকের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী শোক পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।

বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

বিশেষ এই দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।