
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ রবিন শীষ বলেছেন, “আমাদের রাজনৈতিক মতভেদ ও নীতিগত কৌশল ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো—আমরা বাংলাদেশকে ভালোবাসি। সকল পরিচয় ও মতের ঊর্ধ্বে উঠে যার যার অবস্থান থেকে যদি দেশকে ভালোবাসি, তাহলে একটি সমৃদ্ধ, উন্নত ও সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।”
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, “দেশপ্রেম কোনো দলের সম্পদ নয়। এটা সকল নাগরিকের মৌলিক দায়িত্ব ও আত্মিক দায়বদ্ধতা। আমরা সবাই যদি নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে উন্নয়ন ও শৃঙ্খলার পথকে কেউ রুখে দিতে পারবে না।”
আরও পড়ুনঃ নির্বাচনে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা প্রকাশ
সভায় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, জেলা বিএনপির নেতা আবদুর রহিম ভিপি, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও নাগরিক দায়বদ্ধতা নিয়ে মতবিনিময় করেন। ইউএনও রবিন শীষ সভা শেষে সবার প্রতি আহ্বান জানান—“দেশের উন্নয়নে দায়িত্বশীল আচরণই হতে পারে প্রকৃত দেশপ্রেমের বহিঃপ্রকাশ।”