spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদরাজনীতি৩৬ জুলাইয়ের প্রতীকী বার্তায় ৩৬ জনের প্রাথমিক সংসদীয় তালিকা প্রকাশ করলো গণঅধিকার...

৩৬ জুলাইয়ের প্রতীকী বার্তায় ৩৬ জনের প্রাথমিক সংসদীয় তালিকা প্রকাশ করলো গণঅধিকার পরিষদ

মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ‘৩৬ জুলাই’কে ধারণ করে নতুন মাত্রায় রাজনীতিতে বার্তা দিতে গণঅধিকার পরিষদ প্রকাশ করেছে তাদের ৩৬ সদস্যের প্রাথমিক সংসদীয় তালিকা। সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের স্থান দেওয়া হয়েছে এই তালিকায়। একে ‘প্রাথমিক ধাপ’ উল্লেখ করে ভবিষ্যতে আরও তালিকা প্রকাশের ইঙ্গিত দিয়েছে দলটি।

প্রকাশিত তালিকায় রয়েছেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুনসহ আরও অনেকে। দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আসনভিত্তিক এই তালিকায় রাজধানী ঢাকাসহ প্রায় সকল বিভাগ ও অঞ্চল থেকে প্রতিনিধি মনোনীত হয়েছেন।

গণঅধিকার পরিষদ সূত্রে জানা যায়, একদিকে তারা যেমন সাংগঠনিক কাঠামো শক্তিশালী করছে, অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই এই তালিকা। দলটি রাজনৈতিক প্রতীকী বার্তায় ‘৩৬ জুলাই’ ব্যবহার করে দেখাতে চেয়েছে—তারা প্রচলিত রাজনীতির বাইরে গিয়েও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও নতুন ধারার প্রতিনিধিত্ব করতে চায়।

দলীয় প্রধান নুরুল হক নুর রয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে, সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, ফারুক হাসান ঠাকুরগাঁও-২, হাসান আল মামুন নেত্রকোনা-২, আবু হানিফ কিশোরগঞ্জ-১ এবং অন্যান্য নেতৃবৃন্দও নিজ নিজ এলাকার উপযোগী আসনে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এছাড়াও, নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে যুগ্ম সম্পাদক কামরুন নাহার ডলি ও নাছরিন আক্তার লাকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে যথাক্রমে চট্টগ্রাম-৯ এবং চট্টগ্রাম-৩ আসনে।

গণঅধিকার পরিষদের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই তালিকা মূলত দলীয় সাংগঠনিক কাঠামো অনুযায়ী তৈরিকৃত এবং আগামী নির্বাচনের জন্য মনোনয়নের চূড়ান্ত তালিকা হিসেবে বিবেচিত নয়। এতে ভবিষ্যতে পরিবর্তন, সংশোধন ও সম্প্রসারণও হতে পারে।

আরও পড়ুনঃ কুয়াকাটায় ভয়াবহ জীর্ণ এলজিইডি ভবন অপসারণের আশ্বাসে স্বস্তি, দীর্ঘদিনের দাবি পূরণের পথে স্থানীয়রা

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে গণঅধিকার পরিষদ তরুণ নেতৃত্ব ও বিকল্প রাজনীতির ধারাকে তুলে ধরার পাশাপাশি রাজনীতির মাঠে নিজেদের সুস্পষ্ট অবস্থান জানান দিচ্ছে।

তালিকায় রয়েছে নেতাদের নাম, সাংগঠনিক পদবি, সংসদীয় আসন নম্বর ও ভৌগোলিক নির্বাচনী এলাকা। গণমাধ্যমে তালিকাটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গণঅধিকার পরিষদের একাধিক নেতার ভাষ্য, “আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে জনগণের অধিকার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হলে একটি সৎ, সাহসী এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন। এই ৩৬ জন সেই লক্ষ্যে আমাদের প্রথম ধাপ।”

উল্লেখ্য, ‘৩৬ জুলাই’ জুলাই-২৪ এর চেতনাকে ধারন করে, গণঅধিকার পরিষদ তাদের এই তালিকা প্রকাশ করেছে এবং ব্যবহার করছে নতুন রাজনৈতিক ভাবনার প্রতীক হিসেবে, যা জেনজির ভোটারদের আকৃষ্ট করতেই চালু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।