
মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে জোয়ারের স্রোতে ভেসে যাচ্ছিলেন এক পর্যটক। তবে সময়মতো স্থানীয় জেলেদের তাৎক্ষণিক সহযোগিতায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। আহত অবস্থায় অচেতন ওই পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা হোটেল সী-ভিউ সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। আহত পর্যটকের নাম তানভীর (৩০)। তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে তিনি ৭-৮ জন বন্ধু মিলে কুয়াকাটায় বেড়াতে আসেন।
প্রত্যক্ষদর্শী সৈকতের ফটোগ্রাফার মো. মেশকাত জানান, “সকালে পর্যটকরা গোসলে নামলে হঠাৎ দেখি একজন গভীর স্রোতের টানে সমুদ্রের ভেতরে হারিয়ে যাচ্ছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেদের জানালে তারা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে উদ্ধার করেন। পরে আমরা তাকে অচেতন অবস্থায় কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাই।”
এ বিষয়ে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রিয়াজ উদ্দিন বলেন, “একজন পর্যটককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শরীরে পানিজনিত শ্বাসকষ্ট ও দুর্বলতা দেখা গেছে।”
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই জেলে
স্থানীয়রা বলছেন, কুয়াকাটার উপকূলীয় এলাকা হওয়ায় এখানে হঠাৎ করে স্রোতের গতি পরিবর্তন হয় এবং জোয়ারের ঢেউ অনেক সময় বিপজ্জনক রূপ নেয়। কিন্তু পর্যটকদের মাঝে এখনো এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে সাগরের কোন অংশ বিপদজনক—তা না জেনেই অনেকে গভীর পানিতে নেমে যাচ্ছেন, যা প্রাণঘাতী হতে পারে।
উল্লেখ্য, কুয়াকাটায় সাম্প্রতিক সময়ে পর্যটকদের জোয়ারের সময় অসাবধানতার কারণে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ফলে স্থানীয়রা পর্যটকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি রাখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।