spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, দুইজন আটক

ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, দুইজন আটক

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেল তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—রংপুর সেন্ট্রাল রোডের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) এবং স্থানীয় আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস, জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং প্রভাব খাটানোর ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। সোমবার বিকেলে একই কৌশলে সাইফুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে যায় মুশফিক ও খলিলুর। সেখানে তারা সাইফুর রহমানের স্ত্রী মিনারা খাতুনের কাছ থেকে একটি চাকরির সুবাদে দুই লাখ টাকা দাবি করে এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বাধ্য করার চেষ্টা করে।

তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে মিনারা খাতুন তার স্বামী ও প্রতিবেশীদের খবর দেন। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে পাশের নদীর পাড় থেকে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই প্রতারককে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিল গণঅধিকার পরিষদ

পুলিশ জানায়, আটক মুশফিক এর আগেও রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র‌্যাবের হাতে ধরা পড়েছিলেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “স্থানীয়দের সহযোগিতায় আমরা দুজন প্রতারককে আটক করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ এমন প্রতারকদের শাস্তির দাবি জানিয়েছে।