গোবিন্দগঞ্জে পরিকল্পিত হামলায় আহত ৬

73
গোবিন্দগঞ্জে পরিকল্পিত হামলায় আহত ৬
গোবিন্দগঞ্জে পরিকল্পিত হামলায় আহত ৬। ছবিঃ সংগৃহীত

মোঃ আব্দুল খালেক,গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বে পরিকল্পিত হামলায় স্বর্ণালংঙ্কার চুরি ও শ্লীলতাহানি সহ ৬ জনকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের বড়দহ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মৃত নছির উদ্দিনের ছেলে হাবিজার রহমান বাদী হয়ে একই গ্রামের রাজু মিয়া, রাজা মিয়া, দিপু, শহিদুল, আছাব আলী, সুমন, শরিফ গংদের অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মহিলা পথচারী নিহত

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তদের মাঝে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলমান। অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই বাদীকে মারপিট ও খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। আজ রবিবার (১৪ এপ্রিল) সকালে দেশীয় অস্ত্রে সংঘবদ্ধভাবে বাদীর বসতবাড়িতে অনুপ্রবেশ করে। তাদের বাধা দিতে গেলে একে একে অভিযুক্তরা ধারাবাহিকভাবে বিপুল, আ. হামিদ, দুলু মিয়া, দুলাল, হাসানকে রক্তাক্ত ও হাড় ভাঙ্গা জখমে আহত করে।

তাদের উদ্ধারে বাড়ির মহিলারা এগিয়ে গেলে তাদের ব্যবহৃত স্বর্ণালংঙ্কার চুরির উদ্দেশ্যে ছিনতাই সহ পরিধেয় বস্ত্রাদি টানা হেচড়ায় খুলে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। পরে ঘর-দরজা-জানালায় ভাংচুর করে তাণ্ডব চালায়। প্রতিবেশিরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে বিপুল এর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলা জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, ঘটনা তদন্তে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।