spot_img

― Advertisement ―

spot_img

কালীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে হায়দার আলী-নুর আল

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কালীগঞ্জ পৌরসভা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. হায়দার...
প্রচ্ছদজাতীয়ডিআইজি থেকে এএসপি—নানান অভিযোগে বরখাস্ত পাঁচ পুলিশ কর্মকর্তা

ডিআইজি থেকে এএসপি—নানান অভিযোগে বরখাস্ত পাঁচ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদাবাজি, নির্যাতন, অফিসে অনুপস্থিতি ও অনৈতিক আচরণের মতো গুরুতর অভিযোগে ডিআইজি থেকে এএসপি পর্যায়ের পাঁচ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৩০ জুলাই) পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র‍্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সাবেক এডিসি (বর্তমানে এসপি পদে সুপার নিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) রাজীব দাস এবং বরিশাল আরআরএফ-এর এএসপি আফজাল হোসেন।

রংপুর মহানগরের সাবেক ডিসি শিবলী কায়সারের বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে আসা ব্যক্তিকে থানায় ঢুকে মারধর করেন তিনি। অভিযোগে বলা হয়, রংপুরের ব্যবসায়ী করিম উদ্দিন ভরসার পুত্রবধূ লিপি খান ১১ মার্চ পুলিশ সদর দপ্তরে শিবলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ করেন। এর দু’দিন পর, লিপির ম্যানেজার থানায় মামলা করতে গেলে ডিসি শিবলী তাকে এলোপাতাড়ি মারধর করেন।

ঘটনার সময় তিনি থানার নারী কনস্টেবলের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টাও করেন। বিভাগীয় মামলা চলমান থাকায় তদন্তে প্রভাব বিস্তার রোধে তাকে বরখাস্ত করা হয়।

র‌্যাব-১৪ এর অতিরিক্ত এসপি জুয়েল চাকমা বরখাস্ত হয়েছেন ২০২৩ সালে মেডিকেল প্রশ্নফাঁস ইস্যুতে পাঁচ চিকিৎসককে বেআইনিভাবে গ্রেপ্তার, নির্যাতন এবং যথাসময়ে আদালতে হাজির না করার অভিযোগে।

তদন্ত প্রতিবেদনে উঠে আসে, অভিযুক্ত চিকিৎসকদের হাত-পা বেঁধে মারধর, ইলেকট্রিক শক এবং মানসিক নির্যাতন করেন তিনি। এছাড়াও, তিনি সাংবাদিকদের উপস্থিতিতে গভীর রাতে জিজ্ঞাসাবাদ ও মামলার গোপন তথ্য ফাঁস করেন বলে প্রমাণ পাওয়া যায়।

এছাড়া অভিযুক্তদের ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করে তা এক বছর ধরে নিজের হেফাজতে রাখারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক হেফাজতে, সেনাবাহিনীর তদন্ত চলছে

বরিশাল আরআরএফ-এর এএসপি আফজাল হোসেন বরখাস্ত হয়েছেন এক কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, কুপরামর্শ এবং সংসার ভাঙার অপচেষ্টার অভিযোগে। এ ধরনের আচরণকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিআইজি আনিসুর রহমান ও ডিএমপির সাবেক এডিসি রাজীব দাস দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আনিসুর গত ১৭ ফেব্রুয়ারি থেকে এবং রাজীব ২ নভেম্বর ২০২৪ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদের আচরণ পলায়নের শামিল এবং এ কারণে বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগেই আরও ২১ জন পুলিশ কর্মকর্তাকে অনুপস্থিতির দায়ে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃতদের খোরপোষ ভাতা প্রাপ্য থাকবে বিধি অনুযায়ী।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে অনেকেই স্বাগত জানিয়েছেন।