spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদসারা বাংলামেঘনায় অবৈধ বালু উত্তোলন: রায়পুরে ১০ ড্রেজার মেশিন জব্দ

মেঘনায় অবৈধ বালু উত্তোলন: রায়পুরে ১০ ড্রেজার মেশিন জব্দ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১০টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেঘনায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়ার পর নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে ১০টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।

পরে জব্দকৃত ড্রেজারগুলো স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয় এবং ব্যবহৃত পাইপগুলো নষ্ট করে ফেলা হয়।

আরও পড়ুনঃ ইবিতে জুলাই শহিদ পরিবার নিয়ে মতবিনিময় ও স্মৃতিচারণ, বিচার দাবি

এ বিষয়ে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন ও পরিবেশগত ক্ষতি বাড়ছে। এই অভিযান অব্যাহত থাকলে এ ধরনের অপকর্ম কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা।