spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমানসিক চাপ কাটাতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, প্রশংসিত বেরোবি প্রশাসন

মানসিক চাপ কাটাতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, প্রশংসিত বেরোবি প্রশাসন

ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবেলায় এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে খণ্ডকালীন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিয়েছে তারা, যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ আগস্ট ২০২৫ (বুধবার) থেকে প্রতি সপ্তাহে বুধবার (সরকারি ছুটি ও বিশ্ববিদ্যালয় ছুটি ব্যতীত) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ডা. খন্দকার আনজুমানারা বেগম (শীলা), সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর—বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

চিকিৎসা সেবা গ্রহণের জন্য আগের দিন শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারের চিকিৎসকদের কাছ থেকে মেডিকেল কার্ডে রেফারেলসহ সিরিয়াল সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খুব শিগগিরই মেডিসিন, চর্মরোগ ও গাইনী বিভাগেও খণ্ডকালীন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোজাক্কেরা বলেন, “এটা অনেক ভালো একটি উদ্যোগ। আরও আগেই ক্যাম্পাসে এই সেবা চালু করা উচিত ছিল। অনেক শিক্ষার্থী নানা ব্যক্তিগত সমস্যায় ভোগে, যেগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। এই চিকিৎসা সেবা তাদের মানসিক চাপ থেকে মুক্তি দিতে সহায়ক হবে।”

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট, হাসপাতালে মা-মেয়ে

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন অভি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় নানা মানসিক চাপে থাকে। এই সিদ্ধান্ত তাদেরকে পরামর্শ নিতে উৎসাহিত করবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি করেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মানসিক স্বাস্থ্যজনিত নানা ঘটনা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়িয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ তাদের আস্থা, সাহস ও মানসিক স্থিতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে শিক্ষার্থীরা মনে করছেন।

তারা আশা প্রকাশ করেছেন, এই সেবা যেন দীর্ঘমেয়াদে নিয়মিতভাবে চালু থাকে এবং আরও বিস্তৃত পরিসরে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।