spot_img

― Advertisement ―

spot_img

আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চেয়ে ব্যাখা দিলেন পোস্টকারীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশ্বাসরোধে ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: নিশ্চিত করল ভিসেরা রিপোর্ট

শ্বাসরোধে ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: নিশ্চিত করল ভিসেরা রিপোর্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যু শ্বাসরোধজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে ভিসেরা রিপোর্ট।

রবিবার (৩ আগস্ট) প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, সাজিদের শরীরে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি এবং তার মৃত্যু হয়েছে শ্বাসরোধের (Asphyxia) ফলে।

বাংলাদেশ পুলিশের সিআইডির মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের প্রধান নজরুল ইসলাম এবং খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমার ঘোষ স্বাক্ষরিত এই রিপোর্টে বলা হয়, পোস্টমর্টেমের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা পূর্বে সাজিদের মৃত্যু ঘটে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “ভিসেরা রিপোর্টে যেটা এসেছে, তা থেকে এটা স্পষ্টভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা যায়।”

এদিকে এই ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদনও আজকের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন।

আরও পড়ুনঃ মানসিক চাপ কাটাতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, প্রশংসিত বেরোবি প্রশাসন

প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেল সাড়ে ছয়টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। সেই থেকে এটি হত্যা না আত্মহত্যা—তা নিয়ে দানা বাঁধে নানা প্রশ্ন।

ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা নিয়মিতভাবে বিক্ষোভ ও কর্মসূচির মাধ্যমে সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়ে আসছেন। ভিসেরা রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে এ ঘটনার রহস্য কিছুটা উন্মোচিত হলেও এখন অপেক্ষা চূড়ান্ত তদন্ত রিপোর্ট ও আইনগত পদক্ষেপের।