spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু: কাজ বন্ধ, কোম্পানির দায় স্বীকার

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু: কাজ বন্ধ, কোম্পানির দায় স্বীকার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুল অসাবধানতাবশত ভবনের চারতলার লিফটের ফাঁকা অংশ থেকে নিচে পড়ে যান। দ্রুত সহকর্মী শ্রমিক ও সুপারভাইজাররা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেলে ঢাকায় স্থানান্তরের পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঘটনার পর নির্মাণ কার্য সম্পাদনকারী প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মমিনুল করিম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ইতোমধ্যে প্রকল্পের কাজ বন্ধ রাখার পত্র তাদের কাছে পৌঁছেছে। তবে পত্র প্রাপ্তির আগেই পূর্বনির্ধারিত ঢালাইয়ের রুটিন ওয়ার্ক ও কিউরিং কার্যক্রম চলমান ছিল। “চারতলায় কোনো সক্রিয় কাজ চলছিল না। কেবল কিউরিংয়ের সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে,”—বলেন তিনি।

আরও পড়ুনঃ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু

তিনি আরও বলেন, “আমরা এই ঘটনায় অত্যন্ত শোকাহত এবং দায়ভার স্বীকার করছি। মানবিক বিবেচনায় শ্রম আইনের আলোকে নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।” কোম্পানির পক্ষ থেকে আরিফুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজনও করা হয়েছে।

তরুণ শ্রমিকের এমন অকাল মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল থেকে এ ঘটনায় তদন্ত ও দায়িত্বশীলতা নিশ্চিত করার দাবি উঠেছে।