spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী কলেজের র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী কলেজের র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজে শহীদদের স্মরণে র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীর নেতৃত্বে কলেজ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর সিএন্ডবি মোড়ে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। কর্মসূচি চলাকালে উপস্থিত বক্তারা শহীদদের আত্মত্যাগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

আরও পড়ুনঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বেরোবিতে বিজয় শোভাযাত্রা

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসজুড়ে চলা ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে সারাদেশের মতো রাজশাহী কলেজেও দিনব্যাপী নানা আয়োজনে বর্ষপূর্তি পালন করা হচ্ছে।