spot_img

― Advertisement ―

spot_img

সাংবাদিকের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজের

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন...
প্রচ্ছদসারা বাংলাউপদেষ্টা আদিলুর রহমানের চট্টগ্রামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কর্ণফুলী টানেল পরিদর্শন

উপদেষ্টা আদিলুর রহমানের চট্টগ্রামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কর্ণফুলী টানেল পরিদর্শন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ৮ আগস্ট শুক্রবার চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর এলাকায় সিডিএ আউটার রিং রোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কর্ণফুলী টানেল ইন্টারসেকশন এলাকা পরিদর্শন করেন।

চট্টগ্রাম সিটি আউটার রোডের ফিডার রোড-১ সংলগ্ন প্রায় ৪৩ কাঠা জমির ওপর নির্মিতব্য দৃষ্টিনন্দন এই মসজিদে প্রতি তলায় প্রায় এক হাজার মুসল্লির নামাজ আদায়ের সুযোগ থাকবে। মসজিদ সংলগ্ন উঠানে জানাজার জন্যও এক হাজার মানুষের স্থান থাকবে। নিচ তলায় পুরুষদের জন্য টয়লেট ও অজুখানা এবং দ্বিতীয় তলায় মহিলাদের জন্য অজুখানা ও নামাজের ব্যবস্থা থাকবে। নকশায় রয়েছে প্রায় ৮০ ফুট উচ্চতার মিনার। পতেঙ্গা এলাকায় আগত পর্যটকদের কথা মাথায় রেখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মসজিদটি নির্মাণ করছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও সিডিএ বোর্ড সদস্য জাহিদুল ইসলাম কচি, সিডিএ বোর্ড সদস্য মনজারে খোরশেদ, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, নজরুল ইসলাম, সিডিএ প্রধান প্রকৌশলী হাসান বিন শামসসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুনঃ আমীর ডা. শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা: এডভোকেট শহিদুল

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আজকে এই দিনে আমরা সরকার গঠন করি। এবং একই দিনে মসজিদের ভিত্তি স্থাপন করে আরেকটি ভালো কাজের সূচনা হলো।”

পরে তিনি কর্ণফুলী টানেল ইন্টারসেকশন এলাকা পরিদর্শন করে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিডিএ কর্মকর্তাদের সঙ্গে অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।